Ticker

6/recent/ticker-posts

Ad Code

বাংলাদেশকে ঠেকাতে যে ব্যবস্তা নিয়েছে ভারত


বাংলাদেশকে ঠেকাতেই কি‌ শক্তিশালী রাডার বসাচ্ছে ভারত



 

শক্তিশালী নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে আকাশসীমা পুরোপুরি ঢেকে ফেলতে এবার নতুন পথে হাঁটতে যাচ্ছে ভারত। এ জন্য রাশিয়ার শরণাপন্ন হয়েছে ভারত সরকার। মস্কো থেকে দূরপাল্লার (লং রেঞ্জ) ‘ভোরোনেজ’ রাডার ব্যবস্থা পেতে চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চালাচ্ছে দিল্লি। শেষ পর্যন্ত এ ব্যাপারে সবুজ সংকেত মিললে ৪০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তিতে সই করবে ভারত সরকার। 

এই বছরের ১০ ডিসেম্বর তিন দিনের রুশ সফরে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন তিনি। দুজনের মধ্যে লম্বা সময় ধরে চলে বৈঠক। তার পরই ‘ভোরোনেজ’ রাডার ব্যবস্থা কেনার ব্যাপারে নয়াদিল্লির আগ্রহের কথা প্রকাশ্যে আসে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়েছে।



ভারতের আরেক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, দূরপাল্লার এই রাডার ব্যবস্থার নির্মাণকারী সংস্থা ‘আলমাজ-অ্যান্টে করপোরেশন’। ভোরোনেজ সিরিজের একাধিক রাডার দীর্ঘ দিন ধরেই ব্যবহার করে আসছে পুতিন ফৌজ। এর নজর এড়িয়ে আকাশপথে আক্রমণ শানানো প্রায় অসম্ভব।  


ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রুশ-ইউক্রেন থেকে শুরু করে ইসরায়েল-হামাস-হিজবুল্লাহ-ইরানের সংঘাত চলছে। আধুনিক লড়াইয়ে।  ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ (এয়ার ডিফেন্স সিস্টেম)   যে কতটা জরুরি, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত।   সেই জায়গা থেকেই রুশ ফৌজের অতি শক্তিশালী দূরপাল্লার ‘ভোরোনেজ’ রাডার ব্যবস্থা চাইছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

এই সংবাদের ভিত্তিতে ্এ্যানালাইসিস করা যায় আসল ভার রুশ ইউক্রেন যুদ্ধের কথা বললেও তারা মূলত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কথা শুনে এ পদক্ষেপ নিয়েছে। নাহয় কোথায় রাশিয়া কোথায় ইউক্রেন আর কোথায় ভারত। 


আরও পড়ুন:


ভারত কেন মরিয়া হয়ে উঠেছে? ড. ইউনূস যেভাবে ভারতকে চাপে ফেলে দিচ্ছে। 



কম খরচে বিমানের টিকিট কাটার ৫ কৌশল জানুন 


ভিডিও দেখতে:

ভিডিও দেখুন 

আপডেট ভিডিও দেখুন

HD ভিডিও দেখুন 



Post a Comment

0 Comments