Ticker

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমাদের কোন বীর নেই!

 পশ্চিমাদের কোন বীর নেই!



যে কারণে তারা ফিল্ম দেখেই আত্মতৃপ্তিতে ভোগে।


কিন্তু মুসলিমদের ইতিহাস বীরে ভরপুর, তাই তাদের জন্য ইতিহাসের জ্ঞানই যথেষ্ট। অবাস্তব ফিল্মের কোনো প্রয়োজন নেই।


-----------------------------


কী আছে আমাদের ইতিহাসে?


আমাদের আছেন আলী,উমর,উসমান,ও আবু বকর (রা.)


আমাদের আছে বদরের ময়দানে ৩১৩ মুসলিম এর সাথে ১০০০ মুশরিক এর ইতিহাস,


আমাদের আছে মু'তার প্রান্তরে খালিদ রা. এর অধীন


৩০০০ মুসলিম এর সাথে ২ লক্ষ রোমান সৈন্যের ইতিহাস।


আমাদের আছে খালিদ রা. এর হাতে রোমান ও সাসানি পরাশক্তিকে মাটিচাপা দেয়ার ইতিহাস।


আমাদের আছে তারিক বিন জিয়াদের আন্দালুসিয়া বিজয়ের ইতিহাস,


আমাদের আছে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভা'রত বিজয়ের ইতিহাস।


ইতিহাস আমাদের "লাব্বাইক ইয়া উখতি!" বলে ঝাঁপিয়ে পড়া মুতাসিম বিল্লাহর,


ইতিহাস আমাদের ফ্রান্স বধে যাওয়া আবদুর রহমান গাফেকীর শহীদ হওয়া বালাদুশ শুহাদার!


আমাদের আছে মানজিকার্টের ময়দানে মাথায় কাফন বেধে ১৫ হাজার নিয়ে ৬ লক্ষের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনার ইতিহাস।


আমাদের আছে সালাহউদ্দিন আল আইয়ূবির আকসা জয়ের ইতিহাস।


আইন জালুতের প্রান্তরে সাইফুদ্দিন কুতুজ, রুকনুদ্দিন আল বাইবার্সের তাতার সমুদ্র আটকানোর কথা বলছো? মানবতা রক্ষার সেই ইতিহাসও তো আমাদেরই দখলে!


তবুও আজ তুমি পশ্চিমাদের অনুসরণ করছো মানবতা শিখবে বলে!


আমাদের আছে আরতুগ্রুল, উসমান ও ওরহানের আলোকিত তরবারির ইতিহাস।


আছে আমাদের কনস্টান্টিনোপল জয়ী সুলতান ২য় মুহাম্মদের ডাঙ্গায় জাহাজ চালানোর ইতিহাস!


হে মুসলিম তরুণ! তুমি কি খাইরুদ্দিন বারবারোসাকে চেনো?


উত্তাল সমুদ্রে শত্রু শিবিরে তিনি ঝড় উঠাতেন যেনো!


দেখেছো কি তুমি এই বঙ্গে টিপু সুলতান, তিতুমীর ও হাজি শরীয়তুল্লাহর প্রতিরোধ?


জনমানুষকে সিক্ত করেছে ভালোবাসায়, আর ইংরেজদের দেখিয়েছে তাদের ক্রোধ!


তোমরা কি চেনো সুলতান আব্দুল হামিদকে? পুরো বিশ্বকে যিনি মোকাবেলা করেছেন একাই, বলীয়ান শক্ত ইমানে।


তোমরা কি চেনো উমর আল মুখতারকে? ইতালির ঘুম কেড়ে নিয়েছিলেন যিনি মরু সিংহের গর্জনে!


তোমরা কি চেনো ইয়েমেন থেকে আসা ইসলামের পতাকা নিয়ে সিলেটে হযরত শাহজালাল (রহ.) কে ,


যার বীরত্বে জালিম শাসক গৌরঘবিন্ধ পালিয়েছিলো সিলেট ছেড়ে~


ফলে ঝান্ডা উড়েছিল সিলেট এবং এমনকি অর্ধেক বাংলাদেশে ইসলামের~


বর্তমান মুসলিম প্রজন্ম কী ভেবেছ?


আমরা কি শুধু তাকিয়েই থাকবো ইতিহাসের পানে?


ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাবে তুমি খোরাসানের ওই ময়দানে।


ঘুম আর কতো দীর্ঘ হবে?


কী এমন ঔষধ খেয়েছো তোমরা, চেতনা পেয়েছে লোপ।


একে একে গিলে নিচ্ছো শত্রুদের দেয়া সবকয়টি টোপ।


কেনো তাদের দেখে ভুগছো তুমি আত্মপরিচয়ের সঙ্কটে?


নিজের ইতিহাস গেঁথে নাও তোমরা হৃদয়ের পটে।


আর বেশি দিন নয় , ইনশাআল্লাহ সব কষ্ট হবে নিরসন৷


আবার ও করবো বিশ্ব শাসন, ইনশাআল্লাহ! 


ইসলামের লোমহর্ষক বীরত্বের বিজয় ইতিহাস

Post a Comment

0 Comments