Ticker

6/recent/ticker-posts

Ad Code

Umma Kulsum Popi আপু সম্পর্কে হয়তো অনেকের অজানা।

Umma Kulsum Popi আপু সম্পর্কে হয়তো অনেকের অজানা। 






তিনি বাংলাদেশের সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন।যারা উনাকে চেনেন, এবং দেখেন উনার ভিডিও, তারা এটা স্বীকার করে নেবেন।


আমার ধারণা মতে উনি পড়ালেখা করেছেন কৃষি বিষয়ক। উনার কনটেন্টের মূল বিষয়বস্তু হলো, কৃষি। উনি গ্রামীণ অঞ্চলের বিভিন্ন প্রান্তিক কৃষকের গল্প তুলে ধরেন এবং একইসাথে প্রতিটি কৃষি পণ্যের চাষাবাদ, ভালোমন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন অডিয়েন্সের সামনে। একইসাথে ঐই পণ্যের পুষ্টিগুণও জানান।


শুদ্ধ উচ্চারণ এবং বাচনভঙ্গি পরিষ্কার ও শ্রুতিমধুর হওয়ায় উনার ভিডিয়ো দেখার পাশাপাশি শুনতেও খুব ভালো লাগে। এমনকি প্রতিটি কনটেন্টে তার পোশাক আশাকেও নম্র এবং ভদ্রতার ছাপ পরিলক্ষিত।


বাংলাদেশে সাধারণত কনটেন্ট ক্রিয়েটররা কিছু ফলোয়ার গেইন করলেই শুরু করে দেয় ভক্তদের নিয়ে বিজনেস। কনটেন্টে মনোযোগ বাদ দিয়ে বিভিন্ন কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে যান। এক্ষেত্রে উনি ব্যতিক্রম। উনাকে শুরু থেকেই দেখে আসছি উনি কৃষি বিষয়ক তার কাজের বাইরে কোনো কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপন কিংবা কোনো ব্র্যান্ড প্রমোটে কাজ করছেন না।


যারা ভালো কাজ করেন, এবং তার কাজ মানুষের জন্য সত্যিকার অর্থেই উপকারী তাদের সহযোগিতা করাও আমাদের দরকার। তাদের সাথে যুক্ত থাকা মঙ্গল।


#কৃষি #বাংলাদেশ #বৃক্ষ 

সংগৃহীত 


আরও পড়ুন: 

এমন কিছু কৌশল বলবেন কি যা সারা জীবন কাজে লাগবে?


সফলতা পেতে হলে আগে নিজেকে ডেভলপ করতে হবে

Post a Comment

0 Comments