Ticker

6/recent/ticker-posts

Ad Code

৫ ছাত্রশিবির নেতাকর্মীর আজও কোন হদিস মেলেনি!

৫ ছাত্রশিবির নেতাকর্মীর আজও কোন হদিস মেলেনি!



 ভারতীয় মদদপুষ্ট হাসিনার বাহিনীর হাতে গুমের শিকার ৫ ছাত্রশিবির নেতাকর্মীর আজও কোন হদিস মেলেনি! 


২০১২ সালে ফেব্রুয়ারির ৪ তারিখ ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অর্থ সম্পাদক মো. ওয়ালীউল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আল মুকাদ্দাসকে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে গ্রেফতার করে। কিন্তু দীর্ঘ ১৩ বছর হয়ে গেলেও আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। 


অন্যদিকে ২০১৩ সালের ২ এপ্রিল দিবাগত রাত ৪.০০ টায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্যামলী রিং রোডের ১৯/৬ টিক্কাপাড়া, বাসা থেকে হাফেজ জাকির হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ১২ বছর পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


একইভাবে ২০১৬ সালের ৪ আগস্ট দুপুর ১২টায় বেনাপোল পোর্টসংলগ্ন দূর্গাপুর বাজার থেকে বেনাপোল পোর্ট থানার এসআই নূর আলমের উপস্থিতিতে দোকান মালিক, কর্মচারীসহ অসংখ্য মানুষের সামনে থেকে গুম করা হয় শিবির কর্মী রেজওয়ানকে। 


একই বছর তথা ২০১৬ সালের ২৩ অক্টোবর বান্দরবান সদর ৩নং ওয়ার্ড থেকে শিবিরের সদস্য জয়নাল হোসেনকে গ্রেপ্তারের পর তাকে খুঁজে পাওয়া যায়নি। 



Post a Comment

0 Comments