Ticker

6/recent/ticker-posts

Ad Code

জুলাইয়ে যে বার্তা দিলেন আয়না ঘরের বাসিন্দা আমান আযমী




 আজ ১লা জুলাই, জুলাই বিপ্লবের সকল যোদ্ধা - শহীদ, আহত ও অক্ষত - সহ দেশের ছাত্রজনতা ও দেশবাসীর প্রতি জানাই সশ্রদ্ধ ও সশস্ত্র সালাম, স্যালুট। 

আপনাদের এই ত্যাগের বিনিময়ে আমি দীর্ঘ ৮ বছর পর যালিমের আয়নাঘর থেকে মুক্ত হয়েছি, আমি সহ দেশের মানুষ মনপ্রাণ খুলে কথা বলতে পারছি। আপনাদের কাছে জাতি কৃতজ্ঞ। আপনাদের এই গৌরবগাথা ইতিহাসের পাতায় সর্ণাক্ষরে লেখা থাকবে।

মুক্তির ২৭দিন পর, ৩রা সেপ্টেম্বর ২০২৪, আমি আমার প্রথম প্রেস ব্রিফিং করেছিলাম। সেদিন যেই দাবী করেছিলাম, আজকের এই দিনে আমি আবারো সেই দাবী উত্থাপন করছি:

"আমি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের যার যার অবদান অনুযায়ী বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বীক্রম ও বীর প্রতীক খেতাব প্রদানের জন্য জোর দাবী জানাচ্ছি। বিপ্লবের বর্ষপুর্তির আগেই এই ঘোষণা দিয়ে বর্ষপুর্তির দিনে জাকজমকপূর্ণ আয়োজন করে এই পদক প্রদান করা জুলাই বিপ্লবের দাবী বলে আমি মনে করি। আশা করি সরকার বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।"

Post a Comment

0 Comments