ঠিক এই কারণেই জাকসু নির্বাচন চায়না এরা!
ঠিক এই কারণেই জাকসু নির্বাচন চায়না এরা!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ ফুচকা-চটপটির দোকানিদের কাছে চাঁদা দাবি করেছেন শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ দোকান থেকে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন একাধিক দোকানদার।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানিয়েছেন, ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী প্রথমে দোকানদারদের কাছে যান। ওই সময় তাদের বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ দোকান চালানো যাবে না। তবে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে ব্যবসা চালিয়ে যেতে পারবেন বলে জানান তারা। দোকানদাররা তাৎক্ষণিক টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা পরে এসে টাকা নেওয়ার কথা বলেন।
ঢাকা পোস্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫
(https://www.dhakapost.com/campus/342876)
0 Comments