Ticker

6/recent/ticker-posts

Ad Code

বাংলাদেশকে নজরে রাখছেন জ্যু বাইডেন!

 বাংলাদেশকে নজরে রাখছেন জ্যু বাইডেন! 



"ধর্ম বা জাতিগত ভেদাভেদ নয় বরং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতারা সব বাংলাদেশিকে নিরাপত্তা দিতে বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।" 


গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক‌ প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কারবি। 

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক কারবিকে বাংলাদেশ ও ভারত নিয়ে দুইটি প্রশ্ন করেছিলেন। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং মন্দির ভাঙচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল যে বিক্ষোভ মিছিল করছে, সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কি না?  
জবাবে কারবি বলেন,

      ‘আমরা খুবই নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও বিষয়টি নজরে রাখছেন।’

প্রেসিডেন্ট বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে তাঁর বন্ধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে কথা বলেছিলেন কিনা, সে প্রশ্নও করা হয়েছিল। 

জবাবে কারবি বলেছিলেন, 

‘আমরা বাংলাদেশি সব নেতার সঙ্গে আমাদের যে কোনো সম্পৃক্ততার সময় খুব স্পষ্ট করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছি এবং অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি ভেদে নয়, বরং সব বাংলাদেশিকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ন।’


পরে ওই প্রশ্নকারী ভারতের রাষ্ট্রপতির ৪ বছর মেয়াদ শেষ হওয়া নিয়েও প্রশ্ন করেন।  


আরও পড়ুন:



Post a Comment

0 Comments