ড. মাহবুবুর রহমান মোল্লা ক*লেজে (ডিএমআরসি) হা.ম.লা ও ভাঙচুর করেছেন কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বেশ কয়েকজ.ন শিক্ষার্থী আহ*ত হ*য়েছেন বলে জানা গে.ছে।
পরে ক*লেজের ভবনে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। পরে ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন. সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
এ সময় এক শিক্ষার্থীকে পিটি.য়ে গুরুতর আহত করে.ন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণি.কভাবে আহতে.র পরিচয় পাওয়া যায়নি।
এর আগে সোহরাওয়ার্দী ও কবি ন*জরুল ক*লেজের শিক্ষার্থীরা মোল্লা কলেজে হা*মলা চা*লিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় কলেজের বিভিন্ন সামগ্রী নিয়ে আ*সতে দেখা যায় শি*ক্ষার্থীদের হাতে।
এর আগে চিকিৎসকের অ*বহেলায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুর অ*ভিযোগে রোববার (২৪ নভেম্বর) পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাস*পাতালে হামলা ও ভাঙচুর চা*লান শিক্ষার্থীরা। এ সময় তারা পাশের সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজ*রুল ক*লেজেও হামলা ও ভাঙচুর চালান। এতে রাজ*ধানীর ১৫টিরও বেশি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন বলে অ*ভিযোগ উঠেছে।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
0 Comments