Ticker

6/recent/ticker-posts

Ad Code

জমাত EEU প্রতিনিধিদের সঙ্গে গোপনে কি করলেন?

জমাত EEU প্রতিনিধিদের সঙ্গে গোপনে কি করলেন?


 জমাতের এ বৈঠক বিএনপি ভাল চোখে দেখছে না।



EEU এর অন্তর্ভূক্ত ৮টি দেশে,র প্রতিনিধিদের সাথে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর সৌজন্য সাক্ষাত!


২৫ নভেম্বর সোমবার বিকালে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি, দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনি,য়ন এর রাষ্ট্রদূত মান্যবর মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউন এর আমন্ত্রণে রাজধানীর গুলশানস্থ তাঁর বাসায় ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ।।


ইউরোপীয় ইউনিয়নের সা;থে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে সাক্ষাৎকালে আশাবাদ ব্যক্ত করা হয়। 


আমীরে জামায়াতের সাথে ছিলেন নায়েবে আ,মীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পর:"'ওয়ার এবং প্রফেসর ড. মাহমুদুল হাসান। ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশের প্রতিনিধিগণ হলেন জার্মানির মাননীয় রাষ্ট্রদূত মান্যবর মি. আচিম ট্রোস্টার, ইটালির মান্যবর রাষ্ট্রদূত মি. আন্তোনিও এ্যালেস্যান্ড্রো, ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান- 





Post a Comment

0 Comments