Ticker

6/recent/ticker-posts

Ad Code

নতুন মামলায় জেলে মেনন, ইনু, পলক ও দীপু মনি


 সোমা বার (২ ডিসেম্বর) সকালে পলক ছাড়া অন্যান্য আসামিদের ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্তকারি কর্মকর্তা তাদের শন এরেস্ট এর আবেদন করেন।


ঢাকার রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে।




এরমধ্যে হাতিরঝিল থানায় ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহ রে হামলা র মামলা ও হত্যাচেষ্টা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপু মনি, জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো র আবেদ  ন করা হয়।


এর পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো ইমরান আহম্মেদের আদা  লত নতুন মাম লায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগা রে পাঠা নোর আদেশ দেন।


রাষ্ট্রপক্ষে র আইন জীবী জা নান, জুলাই-আ গস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে তা দের মদদ রয়েছে। এর আগেও বিভিন্ন মা মলায় দীপু মনি, হাসানু ল হক ইনু, রাশেদ খান মেনন ও জু নায়েদ আ হমে  দ পলক রিমান্ডে ছি লেন।


সোর্স।  




















Post a Comment

0 Comments