Ticker

6/recent/ticker-posts

Ad Code

একজন শ হীদ ওয়াসিম ও স্বা র্থ পর বিএনপি

 শহীদ ওয়াসিম ও স্বা র্থপর বিএনপি




শহিদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম ও শহীদ মীর মুগ্ধ। এই ৩ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শহীদ‌ । কিন্তু বাংলাদেশের ৫০% মানুষ মনেহয় শহীদ ওয়াসিমকে চিনেনা। শহীদ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর চট্রগ্রাম কলেজের দায়িত্বশীল নেতা।

১ম ও ৩য় শহীদের পরিচিতি যেভাবে হয়েছে মাঝখানে ২য় শহীদের পরিচিতি হারিয়ে গেছে। আমার দেশ পত্রিকার ২৪ এর প্রথম প্রকাশিত সংখ্যায় ২য় শহীদ ওয়াসিম এর স্থান হয়নি।  



শহীদ ওয়াসিম এত তাড়াতাড়ি ইতিহাস থেকে মুছে যাওয়ার কারণ বিশ্লেষণ করলে দেখা যায় তার স্বার্থপর সংগঠন বিএনপি। সাধারণ জনগণ তো এসবের মধ্যে থাকবে না এটা স্বাভাবিক। রাজনৈতিক দল গুলোর দায়িত্ব তাদের দলের কে কে শহীদ হয়েছে তার প্রচার করা, তার ছবি, তার লেখাপড়া,তার পরিবার, তাকে নিয়ে বিভিন্ন আর্টিকেল লিখা এসবের মাধ্যমে একটা রাজনৈতিক দলের উচিত তার দলের হারানো ভাইকে দেশবাসীর মধ্যে অমর করে রাখা। 




শহীদ ওয়াসিমের স্থানীয় বিএনপির সাবেক সংসদ সদস্য জনাব এপিএস সালাহ উদ্দিনকে তার বাড়িতে যাওয়ার দৃশ্য দেখা গেলেও তা সমগ্র দেশবাসীর কাছে পৌঁছেনি। 

ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর ১ম শহীদ আবু সাঈদ এর গ্রামের বাড়ি গিয়েছিল ওনার পক্ষে তো সবার বাড়ি যাওয়া সম্ভব না । বিএনপির অনেক সিনিয়র নেতারাও শহীদ আবু সাঈদ এর গ্রামে গিয়েছে তবে নিজ দলের শহীদ ওয়াসিমের গ্রামের বাড়ি যায়নি । বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের উচিত ছিল‌ শহীদ ওয়াসিম এর গ্রামের বাড়ি আসা। তারা যদি ভোগবিলাসি না হয়ে তাদের হারিয়ে যাওয়া ভাইকে এভাবে হাইলাইট করত তাহলে আজ আমার দেশ পত্রিকায় শহীদ ওয়াসিমও স্থান পেত। একজন শহীদ এতো তাড়াতাড়ি বিলিন হতো না । বিএনপির অনেক দেশ ত্যাগী নেতারাও বলেন তাদের দলে কিছু দুষ্ট লোক আছে এটা স্বাভাবিক তবে পরিমাণে বেশি হলে বিপদ। 



দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি জনসংখ্যায় বেশি হলেও একটি অগোছালো দল সেটা স্বীকার করতে হবে। ২৪ এর জুলাই বিপ্লবের পর বিএনপির কর্মীদের মধ্যে এ দেশবাসী লক্ষ্য করেছে কে কি দখল করবে, কোনটা নেবে, কোন বাস  স্টেশন টা দখল করবে,কোন বাজারটা দখল করবে । যদি‌ সিনিয়র নেতারা জনসমাবেশ এর চাইতে কর্মী সমাবেশ করে আগে কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসত তাহলে বিএনপির এ দৃশ্য দেশের মানুষ দেখত না । জনসমর্থন কখনো দীর্ঘস্থায়ী থাকে না হঠাৎ পরিবর্তন হয়ে যায় । শহীদ ওয়াসিম যেভাবে পত্রিকায় স্থান পায়নি ও বিলিন হয়ে যাচ্ছে অগঠনমূলক যে কোন দলও শহীদ ওয়াসিমের মত বিলিন হতে সময় লাগবে না ।









আরও পড়ুন:


কম খরচে বিমানের টিকিট কাটার ৫ কৌশল জানুন 

থাইল্যান্ডে ভ্রমণে সু খবর বাংলাদেশীদের জন্য

সুখবর ৪ লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি 

রেসিডেন্সি ভিসা চালু করল আরব আমিরাত কারা পাবে?

ভিডিও দেখতে:

ভিডিও দেখুন 

Post a Comment

0 Comments