Ticker

6/recent/ticker-posts

Ad Code

যে ছোট্ট আমলটা করলে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবেন

যে ছোট্ট আমলটা করলে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবেন



 অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা বলেন, হে আল্লাহ এ দোয়াটি আগে দোয়াকারীর জন্য ক বু ল করুন। অন্য ফেরেশতারা আমিন বলেন। ফেরেশতাদের কোনো গুনাহ নেই। তারা যে দোয়া করেন, সেটাই কবুল হয়। তাই অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সেটা সর্বপ্রথম আপনাকেই দান করবেন।


এজন্য অন্যের জন্য দোয়ার বিকল্প নে ই। ধরেন আপনার মোটামুটি পরিচিত এক জন বন্ধু, অনেক দিন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, হঠাৎ আপনি জানতে পারলেন, তার বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, আপনি মনে মনে বললেন,    ‘আলহামদুলিল্লাহ! হে আল্লাহ আপনি তাকে সহি সালামতে রাখুন। সঙ্গে সঙ্গে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, আমিন, তোমার জন্যও এমনটাই হোক । এভাবেই ফেরেশতারা দোয়া করেন।


একটি হাদিসে আছে, হজরত সাফওয়ান ইবনে আবদুল্লাহ ইবনে সাফওয়ান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, 



"নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার স ম য় আমিন বলতে থাকেন। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমিন, তোমার জন্যও অনুরূপ কল্যাণ।’ (ইবনে মাজাহ ২৮৯৫)"



Post a Comment

0 Comments