চট্টগ্রাম আদালতে"র আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ফেসবুক ঘুরে দেখা যায়, তি নি ইসকন নিষিদ্ধ সহ সংগঠন টির নানা বিষয় নিয়ে সর ব ছিলেন তিনি।
নিজের ফেসবুকের ইন্ট্রোতে আলিফ লিছেখেন, ‘আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই, কারণ আমি মুখোশ পরি না, আর মুখোশধারীদের পছন্দও করি না।‘
গত ৭ নভেম্বর ইসকনকে নিষিদ্ধের দাবির পক্ষে অবস্থান নিয়ে মো. ওবায়দুল আকবরের একটি পোস্ট শেয়ার করেন আইনজীবী আলিফ। সেখানে লেখা ছিল, ‘ইস্কন আর সনাতন এক নয়। সনাতন একটা ধর্ম! ইস্কন হলো সংগঠ ন। দেশকে উগ্রবাদী অস্থিতিশীল করার চেষ্টাকারী উক্ত সং গঠনকে নিষিদ্ধ করা অতীব জরুরি। দেশপ্রেমিক সনাতনী ভাইয়েরাও আওয়াজ তুলুন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’
গত ৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় হাজারী গলিতে ইসকন সদস্যের হামলার ঘটনা নিয়ে ফেসবুকে সোচ্চার ছিলেন আইনজীবী আলিফ। ওই ঘটনায় পুলিশের ব্রিফিংয়ের ভিডিও শেয়ার করে ক্যাপশনে আলিফ লেখেন, ‘এখানে যারাই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হউক।’
হা জারী গলিতে সহিংসত ার একটি ভিডিও গত ৬ নভেম্বর ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে ওই আইনজীবী লেখেন, ‘কত বড় স্পর্ধা হিন্দুদের, জ য় শ্রীরাম স্লোগান দিয়ে মুসল মানের দোকানে হামলা, এখন কিছু করলে তারা নিজে দের কে সংখ্যালঘু বলে কান্নাক াটি শুরু করে দিবে। মাইরে র উপর কোন ঔষধ নেই।’
ইসকনের বহিস্কৃত নে তা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেপ্তার করা হয়, এ সম্পর্কিত একটি ভিডিও নিজের ফেসবুকে শেয় ার করেন আইনজীবী আলিফ। এ ছাড়া দেশের নানা ইস্যুতে ফেসবুকে সোচ্চার ছিলেন তিনি।
‘ভালো উদ্যোগ’ লিখে আ জ দুপুর ১২টা ৪৩ মিনিটে ফেসবুকে সবশে না একটি পোস্ট শেয়ার করেন এই আইন জীবী। ওই পোস্টে লেখা ছিল, ‘ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন একসাথে হয়ে আ গামী এক সপ্তাহ “জাতীয় ছ াত্র সংহতি সপ্তাহ” পালন করবে। ৫ই আগস্টের পর এই প্রথম সব ছাত্র সংগঠন পাশা পাশি দাঁড়িয়ে একই কর্মসূচি পালন করবে।’
আইন জীবী আলিফের নিহতের বিষয়ে চট্টগ্রাম মে ট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদা লতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউ টর (এপিপি) সরওয়ার হোসেন লাভলু আ মাদের সময়কে বলেন, ইসকন সদস্যরা আদা লতে তাণ্ডব চালিয়েছে। তারা এক আই নজীবীকে কুপিয়ে ও পাথ র মেরে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচা র ও দ্রু ত ইস কনকে নিষিদ্ধের দাবি জানি য়েছেন আইনজীবী রা।
0 Comments