Ticker

6/recent/ticker-posts

Ad Code

গাজায় যুদ্ধ বন্ধের প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি। 🇸🇦 🇵🇸🇺🇸

 গাজায় যুদ্ধ বন্ধের প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি। 🇸🇦 🇵🇸 🇺🇸 






🔴ব্রেকিং # পররাষ্ট্রমন্ত্রী:

#গাজায় যুদ্ধ বন্ধের প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি। 🇸🇦 🇵🇸


ছবি যখন কথা বলে! 

বলেছিলাম না সিরিয়া আমাদের? 


আমরা বিদআতি-খারেজীদের মতো গাঁধার ন্যায় চিল্লা-ফাল্লা করিনা। 


এসব ইরান প্রেমী, শিয়া-হুথী, দায়েশ, আল কায়েদা যা করতে পারে নাই! আমরাই তা করলাম!! 


তোমরা যে শাসক মুহাম্মদ সালামনকে ইহুদীর দালাল, মুরতাদ, নাস্তিক বইল্লা ট্যাগ দিলা! এখন তোমাদের কী হবে? কী জবাব দিবে আল্লাহর কাছে, এই মিথ্যা অপবাদের? 


অথচ, এই মুহাম্মদ বিন সালমানই আল্লাহর অনুগ্রহে সিরিয়ার সকল রাজনৈতিক অস্থিরতা , অর্থনৈতিক দূর্বলতা , ভূ-রাজনৈতিক নিরাপত্তাহীনতার জটিলতা এক দিনেই সমাধান করলো। 


আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! 

আল্লাহ তাকে হেফাজত করুক, হেদায়াত দিক, কাফিরদের অনিষ্ট হতে রক্ষা করুক। 


আর তোমরা খারেজী, বিদআতি, সুফি, দায়েশ প্রেমী, আল কায়েদার অনুসারীরা যে এতোদিন মুহাম্মদ বিন সালমানকে ইহুদীর দালাল, শয়তান মুরতাদ বললা কেবল অনুমান নির্ভর মিথ্যে অভিযোগে, মিথ্যে সংবাদে, অপরাজনীতির দোষে ? 


নিশ্চয়ই, তোমরা এখন আল্লাহর কাছে তোমাদের মিথ্যে অপবাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো! 


নিশ্চয়ই আল্লাহ অপবাদকারীদের পাঁকরাও করবেন! 


তিনি যেমন ক্ষমাশীল, তেমন শাস্তি দানেও তীব্র কঠোর। 


আল্লাহ শাসক মুহাম্মদ বিন সালমানকে হেফাজত করুক সৃষ্টির সকল অনিষ্ট হতে। 


- সা ই ফু র।

Post a Comment

0 Comments