Ticker

6/recent/ticker-posts

Ad Code

আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে যা জানালেন আইন উপদেষ্টা

 আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে যা জানালেন আইন উপদেষ্টা





৯ মে (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইনের কোনো ঘাটতি নেই। সন্ত্রাস দমন আইনসহ অন্যান্য প্রচলিত আইনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সব সুযোগ রয়েছে। এমনকি ICT আইনে সংগঠন নিষিদ্ধ করার বিধান যুক্ত করার প্রস্তাবও তিনি নিজেই উপদেষ্টা পরিষদের বৈঠকে তুলেছেন।


তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রশ্নে উপদেষ্টাদের মধ্যে নীতিগতভাবে কোনো দ্বিমত নেই। তবে কে কীভাবে পদ্ধতিগত অগ্রগতি চায়, সে বিষয়ে কিছু পার্থক্য থাকতে পারে, যা স্বাভাবিক। কারো মতভেদকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচার চালানো থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত একটি সম্মিলিত সিদ্ধান্ত, তাই কাউকে আলাদা করে দায়ী করা সঠিক নয় বলে মন্তব্য করেন ড. আসিফ নজরুল।


সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে প্রচার চালানোকে তিনি ভিত্তিহীন আখ্যা দেন। তিনি স্পষ্ট করেন, বিমানবন্দরে নজরদারি ও বিদেশগমনে বাধা দেওয়া পুলিশ ও গোয়েন্দা সংস্থার দায়িত্ব, যা বিচার বিভাগের আওতাধীন নয়। তিনি সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

Post a Comment

0 Comments