জানুন আশিক চৌধুরী দেশের জন্য কি কি ত্যাগ করলেন
আশিক চৌধুরী তার গোটা ক্যারিয়ারে যতগুলো অপারচুনিটিকে ব্রেকআউট করে এই ভেঙে পড়া দেশের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছেন, ততগুলো অপারচুনিটি আপনি আর আমি পেলে হয়তো দেশের মা-বোনকে গালি দিয়ে 'বিদেশে' আয়েশের জীবন পালন করতাম।
নিচে তার কিছু প্রতিফলন দিলাম—
১. ২০০৭ সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোর টেরিটরি অফিসার।
২. ২০০৭-এর শেষের দিকে 'স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফিনানশিয়াল প্ল্যানিং ডিভিশন'-এর ম্যানেজার।
৩. ২০১২ সালে 'আমেরিকান এয়ারলাইন্স'-এর ফিনানশিয়াল অ্যানালিস্ট।
৪. ২০১৯-এ একই প্রতিষ্ঠানের ইউরোপ অ্যান্ড এশিয়ার 'হেড অফ ফিনান্স'।
৫. গ্রামীণ টেলিকম ট্রাস্টের অ্যাডভাইজার।
৬. ২০২৪ সালে 'হংকং ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট'-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর।
মজার ব্যাপার হচ্ছে, এই লোকের আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও আছে। ২০২৪-এ এসে যুক্তরাষ্ট্রের মেমফিস শহরের প্রায় ৪২,০০০ ফিট উপর থেকে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ফ্রি-ফল করে গিনেসে নাম লিখেছেন এই আশিক চৌধুরী।
অথচ এত কিছুর পরেও গর্দভের মতো মুখ তুলে একটা ভঙ্গুর দেশের হাল ধরতে চলে এসেছেন। মাথায় দেশপ্রেম নামক গোবর ঠাসা আশিকদের মতো এই লোকগুলোর না জানি কবে খানিক চুরি-বাটপারির শিক্ষা ধিক্কৃত হবে, কে জানে!
0 Comments