ড. মুহাম্মদ ইউনূস যে নীতিতে চলে
ইউনূস স্যার কেন আবু সাঈদ এর ছবি মোদিকে না দিয়ে নিজের ছবি দিল?
আপনারা তো জানেন ইউনূস স্যার শান্তিতে নোবেল পেয়েছে। তখন আমরা বাঙালিরাই ওনার সমালোচনা করেছি। অর্থনীতিবিদকে কেন শান্তিতে নোবেল দিল এমন, তেমন কত কথা।
আসলে ইউনূস স্যার এর মূল নীতি হচ্ছে শান্তি ও ভালবাসা ছড়িয়ে দেওয়া।
মোদি ও ভারতের কারনেই আবু সাঈদ, মুগ্ধ ও আরো অন্যরা শহীদ হয়েছে। এখন সে মোদিকে যদি আবু সাঈদ এর ছবি দেওয়া হতো তাহলে শান্তির চাইতে ঘৃণা ছড়ানো হত ।
তাহলে যে ব্যাক্তি শান্তিতে নোবেল পেয়েছে সে ব্যাক্তি যদি আবার ঘৃণা ছড়ায় তা কি মানায়?
ইউনূস স্যার শিখিয়ে দিল ঘৃণা দিয়ে ও আঘাত করে নয় শান্তি ও ভালবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয় ।
ওনার নীতি হচ্ছে:
মানুষ স্যারকে অপমানিত করুক ওনি ভালবাসা দিবেন।
মানুষ ওনাকে গালমন্দ করুক ওনি সম্মান দিবেন।
মানুষ ওনাকে ট্রাপে ফেলুক ওনি সে ট্রাপ থেকে বের হবেন কিন্তু ওনি কারো জন্য ট্রাপ তৈরি করবে না ।
স্যার হয়ত নোবেল আরও একটা পেতে পারে।
0 Comments