Ticker

6/recent/ticker-posts

Ad Code

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থেকে সদস্য ফরম নিলেন জাবি ছাত্রলীগ কর্মী

 ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থেকে সদস্য ফরম নিলেন জাবি ছাত্রলীগ কর্মী







জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নিকট থেকে সদস্য ফরম নিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী। ওই ছাত্রলীগ কর্মীর নাম মৌসুমী আফরোজ। মৌসুমী আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের সক্রিয় নেত্রী হিসেবে ছিলেন। তিনি তৎকালীন ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেলের অনুসারী হিসেবে রোকেয়া হল ছাত্রলীগের পদপ্রত্যাশী ছিলেন। বর্তমান ছাত্রলীগ ছেড়ে তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের বিশ্বস্ত কর্মী ও ঘনিষ্ঠ হিসেবে জায়গা পেয়েছেন।


এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, আমাদের পার্টির সিদ্ধান্ত হয়েছে ছাত্রলীগের যারা পদধারী এবং জুলাইয়ে হামলার সাথে জড়িত ছিল তারা বাদে অন্যদের বিষয়গুলোকে নমনীয়ভাবে দেখছি। সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা কারো ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণের ছবিগুলোকে প্রমাণ হিসেবে দেখছি না এবং সেভাবে গুরুত্বও দিচ্ছি না।


সৌজন্যে: দ্য ডেইলি ক্যাম্পাস/২৭ ফেব্রুয়ারি ২০২৫

Post a Comment

0 Comments