ঘোষণাপত্র নিয়ে চূড়ান্ত হবে বৃহস্পতিবার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোসহ সব অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার বসবে অন্তর্বর্তীকালীন সরকার। সেদিনই ঐক্যমত্তের ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়ন হবে এবং ঘোষণাপত্রটি কীভাবে জারি করা হবে তা স্পষ্ট হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ৩১ ডিসেম্বর ছাত্রনেতাদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। সরকার সবার সাথে কথা বলে ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয়। গত ১২-১৩ দিন আমরা ছাত্রদের একটা ঘোষণাপত্র আছে, এটা আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ঘোসণাপত্রের একটা খসড়া প্রস্তুত করার চেষ্টা করেছি। বিএনপি, জামায়াতে ইসলামি ও নারী-শিক্ষাক সংগঠনগুলো, ছাত্রনেতাসহ সব অংশীজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, মতামত নেওয়ার চেষ্টা করেছি। আমরা যেটুকু জানতে পেরেছি, তারা সবাই ঘোষণাপত্রের বিষয়ে একমত আছেন, ঘোষণাপত্রটি দিতে হবে।
ad
তিনি বলেন, ঘোষণাপত্রটি কবে এবং এর ভেতরে কী কী কন্টেন্ট থাকবে, সে বিষয়ে এখনও আমরা ঐকমতে পৌঁছাতে পারিনি। আগামী বৃহস্পতিবার আশা করি, সবাই মিলে সর্বদলীয় ঐক্য পরিষদ হবে। যাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, ইতোমধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আমরা বসেছি, তাদের কাছ থেকে এক ধরনের পেয়েছি— এভাবে করা সম্ভব। আমরা আশা করি, বৃহস্পতিবার বৈঠকের ভিতর দিয়েই ঐক্যমত্তের ভিত্তিতে প্রণীত (ঘোষণাপত্র) হবে এবং সেদিনই আমরা কবে ঘোষণাপত্রটি দিবো, সরকার কীভাবে জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে।
মাহফুজ আলম বলেন, আমরা আশা করি, বাংলাদেশের জনগণ ছাত্রদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে, এর প্রেক্ষাপট এবং এর প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমতের ভিত্তিতে ঘোষণাপত্রটি যথাযথভাবে ঘোষিত হবে।
0 Comments