প্রায় ৫৩ বছর পর বাংলাদেশে 'ফিরছে' পাকিস্তানী সেনা
প্রায় ৫ দশকেরও বেশি সময় পর বাংলাদেশে 'ফিরছে' পাক সেনা। স্পষ্ট করে বলতে গেলে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফস সাহির শামশাদ মির্জা বাংলাদেশে সেনা অ্যাকাডেমিগুলিতে পাক সেনা লেকচারার পাঠাতে চান। অর্থাত্ বাংলাদেশি সেনাবাহিনীকে ট্রেনিং দিয়ে চায় পাকিস্তান। এক সর্বভারতীয় দৈনিকের খবর হল, সেই প্রস্তাবে রাজি হয়েছেন বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। পাকিস্তানের সেনা অফিসার ও জেনারেলরা শীঘ্রেই বাংলাদেশ সফরে আসতে চলেছেন। এমনটাও খবর রয়েছে। তবে কবে ওই পাক অফিসাররা আসছেন তা এখনও ঠিক হয়নি দিন তারিখ।
0 Comments