Ticker

6/recent/ticker-posts

Ad Code

মানুষের ঘাড়ে দেওয়া শয়তানের ৩টি গিঁট ফজরে যে আমলে খোলে যায়

মানুষের ঘাড়ে দেওয়া শয়তানের ৩ টি গিঁট ফজরে যে আমলে খোলে যায়

 


ফজরের নামাজ পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম একটি। অন্য চার ওয়াক্তের চেয়ে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ ও ফজিলত।

ফজর নামাজ আদায়ের জাগতিক রয়েছে বহু উপকার রয়েছে। রাসুল (সা.) এক হাদিসে বলেন, ‘তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে, শয়তান তার ঘাড়ের পেছনে তিনটি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এই কথা বলে, তোমার সামনে দীর্ঘ রাত অপেক্ষা করছে; অতএব তুমি শুয়ে থাকো। 

অতঃপর 


সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিঁট খুলে যায়। অজু করলে আরেকটি গিঁট খুলে যায়। 

অতঃপর নামাজ আদায় করলে আরেকটি গিঁট খুলে যায়।। তখন তার সকাল হয় উত্ফুল্ল চিত্তে ও প্রফুল্ল মনে। না হয়, সে সকালে কলুষ কালিমা ও আলস্য নিয়ে  ওঠে।’ (বুখারি, হাদিস : ১১৪২)

মহানবী (সা.) বলেন,


 ‘মুনাফি কদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এ দুই নামাজের ফজিল'ত যদি তারা জা'"নত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও  ম সজিদে উপস্থিত হতো।’ (বুখারি, হাদিস : ৬৫৭)



Post a Comment

0 Comments